ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

ফেনীতে দেড় কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
ফেনীতে দেড় কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ১

ফেনী: ফেনীতে ২১ হাজার ২০৫ পিস ইয়াবা ও আইস মাদসসহ আলিম উদ্দিন শেখ (৫০) নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (০৮ জানুয়ারি) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় অভিযান চালান র‌্যাব সদস্যরা। এ সময় ঢাকামুখী লেনে একটি মোটরসাইকেল তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২১ হাজার ২০৫ পিস ইয়াবা ও ১ দশমিক ২০ গ্রাম আইসসহ আলিম উদ্দিন শেখকে আটক করা হয়েছে।

আলিম উদ্দিন শেখ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সাতারপাড়া গ্রামের নজলার রহমানের ছেলে।

ফেনীস্থ র‌্যাব-৭ এর অধিনায়ক আবদুল্লাহ আল জাবের ইমরান জানান, উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ১ কোটি ৬১ লাখ ৪৫ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামি আলীম উদ্দিনের বিরুদ্ধে গাইবান্ধায় ৪টি মামলা রয়েছে। ১টি মামলায় তিনি ১০ বছরের সাজাপ্রাপ্ত হয়েছেন। পরে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, র‌্যাবের হাতে আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২২ 
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।