ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুই রেস্তোরাঁকে দেড় লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২২
দুই রেস্তোরাঁকে দেড় লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

ঢাকা: রাজধানীর কলাবাগান ও কাঁটাবন এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার অভিযোগে দুই রেস্তোরাঁকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৯ জানুয়ারি) ডিএমপির বিশেষ অভিযানের অংশ হিসেবে এই দুই রেস্তোরাঁয় অভিযান চালন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. সঞ্জীব দাশ।

তিনি জানান, অভিযানকালে নিবন্ধন দেখাতে না পারা, প্রস্তুতকৃত দই ও ফিরনিতে লেবেল না লাগানো ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে কলাবাগান এলাকায় আলম রেস্তোরাঁর মালিককে ১ লাখ ২৫ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে কাঁটাবন এলাকায় অষ্ট ব্যঞ্জন রেস্তোরাঁর মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শাহবাগ থানা পুলিশ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ডিএমপির এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২২
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।