ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

নড়াইলে বাসের ধাক্কায় ভ্যান উল্টে শিশুসহ আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
নড়াইলে বাসের ধাক্কায় ভ্যান উল্টে শিশুসহ আহত ৬

নড়াইল: নড়াইলে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যান উল্টে গিয়ে শিশুসহ ৬ ভ্যান যাত্রী আহত হয়েছেন।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল-যশোর মহাসড়কে সীতারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুত্বর আহত যশোর বাঘারপাড়া উপজেলার বাকড়ি গ্রামের উজ্জল মণ্ডল, নড়াইল সদর উপজেলার হুগলাডাঙ্গা গ্রামের শংকর ও দ্রেবব্রতকে যশোর মেডিক্যেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সীতারামপুর এলাকায় যশোর থেকে নড়াইলগামী যাত্রীবাহী একটি বাস ভ্যানগাড়িকে অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যায়ক্রমে দুটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যান দুটি উল্টে গিয়ে যাত্রীরা সড়কে ছিটকে পড়লে শিশুসহ ৬ জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে আশঙ্কা ৩ জনক প্রাথমিক চিকৎসা শেষে উচ্চতর চিকিৎসার জন্য যশোর মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে এবং বাকিরা নড়াইলেই রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।