ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

‘বাংলাদেশে মাদক চোরাচালান বন্ধে কাজ করছে ত্রিপুরা সরকার’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
‘বাংলাদেশে মাদক চোরাচালান বন্ধে কাজ করছে ত্রিপুরা সরকার’ ‘বাংলাদেশে মাদক চোরাচালান বন্ধে কাজ করছে ত্রিপুরা সরকার’

ব্রাহ্মণবাড়িয়া: ভারতের ত্রিপুরা রাজ্যের স্বরাষ্টমন্ত্রী রামপ্রসাদ পাল জানিয়েছেন, ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী বাংলাদেশ অংশে মাদক চোরাচালান বন্ধে তার সরকার কাজ করছে।  

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ-ভারত যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রীসহ রাজশাহীতে আসার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এ সময় স্বরাষ্টমন্ত্রী রামপ্রসাদ পাল বলেন, দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান হচ্ছে। এটা বন্ধ করতে আমাদের সমস্যা হচ্ছে। জনগণ সহযোগিতা না করলে সরকার একা মাদক বন্ধ করতে পারবে না।

এ সময় তিনি ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে গাঁজা চাষ বন্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

রামপ্রসাদ পাল আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনে আসলে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- ত্রিপুরাস্থ বাংলাদেশ হাই কমিশনের সহকারী রাষ্ট্রদূত আরিফ মোহাম্মদ, ত্রিপুরার স্থলবন্দর কর্মকর্তা নন্দীবাবু, আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা আবদুল হামিদ, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সরকার, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন প্রমুখ।

বাংরাদেশ সময়: ০৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।