ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

ট্রেন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল তরুণের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
ট্রেন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল তরুণের

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে গিয়ে শ্রাবণ (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আশুগঞ্জ উপজেলার বড়তল্লায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রাবণ জেলা শহরের মধ্যপাড়ার শান্তিবাগ মহল্লার রাকিব মিয়ার ছেলে।  

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন খান নোমান বাংলানিউজকে জানান, শ্রাবণ একটি জুতার দোকানে চাকরি করতো। সকালে শ্রাবণ তার তিন বন্ধু আবির, তৌফিক ও নিশাতের সঙ্গে ঘুরতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে আশুগঞ্জে যায়। দুপুরে তারা চারজন লোকাল কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে বাড়িতে ফিরছিল। আশুগঞ্জ থেকে ফেরার পথে দরজায় দাঁড়িয়ে থাকা শ্রাবণ চলন্ত ট্রেন থেকে পা পিছলে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।  

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হলেও বিকেলে পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তে ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।