ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

বান্দরবানে পলিথিন বন্ধে অভিযান, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
বান্দরবানে পলিথিন বন্ধে অভিযান, জরিমানা

বান্দরবান: বান্দরবানের বিভিন্নস্থানে পলিথিনের ব্যবহার বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।

বুধবার (১৬ মার্চ) দুপুরে বান্দরবান বাজারে এ অভিযান চালানো হয়।

এসময় বান্দরবান বাজারের বিভিন্ন মুদি ও স্টেশনারি দোকানে অভিযান চালিয়ে ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। অভিযানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী উৎপাদন, বিক্রি করার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধ করতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয় এবং উদ্ধার করা পলিথিন জব্দ করা হয়।  

অভিযানে নেতৃত্ব দেন বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস। এসময় পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো. ফখর উদ্দিন চৌধুরী, র‌্যাব-১৫ বান্দরবানের কোম্পানি কমান্ডার মেজর এইচ.এম পারভেজ আরেফিন, বান্দরবান মুদি ব্যাবসায়ী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাশসহ জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং র‌্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।