ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড় রাজারামপুর গ্রামে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বসুরহাট টু দাগনভূঁইয়া সড়কের ওপর এ ঘটনা ঘটে।

তবে এ বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শী আশপাশের লোকজন একটি শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রীর বাড়ির সামনে বসুরহাট টু দাগনভূঁইয়া সড়কে একটি ফটকাবাজি অথবা ককটেল ছোড়া হয়। তবে কারা ওই হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।