ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসিয়ে বৈসাবি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসিয়ে বৈসাবি শুরু

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় তিন দিনব্যাপী বৈসাবি উৎসবের শুভ সূচনা করেছে। মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে স্ব-স্ব এলাকায় এসব সম্প্রদায় জলে ফুল ভাসাতে থাকে।

এদিকে সকালে জেলা শহরের গর্জনতলী এলাকায় ত্রিপুরা সম্প্রদায় কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসিয়ে তাদের বৈসুক উৎসবের সূচনা করে।

ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথি ছিলেন- রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। এসময় জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সুরেশ ত্রিপুরাসহ ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

ফুল ভাসানোর পর বয়োজেষ্ঠ্যদের স্মান করানো, নতুন বস্ত্র উপহার এবং পিঠা-পুলি দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। এরপর নাচে-গানে আগত অতিথিদের মাতিয়ে তোলেন ত্রিপুরা সম্প্রদায়ের শিল্পীরা।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।