ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

শেখ হাসিনা হাওরবাসীর ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
শেখ হাসিনা হাওরবাসীর ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন

নেত্রকোনা: ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাওর উন্নয়নে হাওর বোর্ড গঠন করেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর বোর্ডকে পুনর্জীবিতকরণের লক্ষে, হাওরবাসীর দুঃখ-দুর্দশা বিবেচনায় হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর গঠন করে হাওরবাসীর ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় হাওরবাসীর উন্নয়নে নদী ও খাল খনন  হাওর বেসিস প্রকল্প প্রণয়ন করে কাজ করে যাচ্ছে।  

বুধবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপত্বিতে জেলা প্রশাসকের হলরুমে মতবিনিময় সভায় পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার এ কথা বলেন।

তিনি বলেন, জলাবদ্ধতা ও নদীর ধারণ ক্ষমতা কমে যাওয়ায় বেশ কয়েকটি জেলায় ৫০০ কিলোমিটার নদী সাড়ে ৪০০ কিলোমিটার খাল খনন কাজ হাতে নেওয়া হয়েছে। হাওর অঞ্চলের  ফসল রক্ষার জন্য বাঁধ নির্মাণের পাশাপাশি প্রচুর পরিমাণে গাছ লাগানোর তাগিদ দেন তিনি।

মতবিনিময় সভার শুরুতে জেলা প্রশাসক হাওরের আশঙ্কাজনক সময় ও বর্তমান অবস্থা তুলে ধরেন। এসময় বক্তব্য দেন নেত্রকোনা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমএল সৈকত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এফএম মোবারক আলী, নেত্রকোনা পৌরসভার মেয়র বীর মুক্তিযুদ্ধা নজরুল ইসলাম খান, মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ, মোহনগঞ্জ উপজেলা ইউএনও ছাব্বির আহমেদ আকুঞ্জি, খালিয়াজুরী উপজেলা কর্মকর্তা এএইচএম আরিফুল ইসলাম নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্পাদক এম. মুখলেছুর রহমান খান, প্রিন্টও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।