ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

বগুড়ায় প্রতিপক্ষের মারপিটে গৃহবধূ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, মে ২, ২০২২
বগুড়ায় প্রতিপক্ষের মারপিটে গৃহবধূ নিহত

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় প্রতিপক্ষের মারপিটে ঝলকি বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।  

রোববার (০১ মে) রাত ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্বামী ও ছেলেসহ আরও তিনজন আহত হন।  

নিহত ঝলকি ধুনট উপজেলার গোসাইবাড়ির পশ্চিম গোহাটুরি গ্রামের মোহনের স্ত্রী।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মোহনের সঙ্গে তার ভাইদের দ্বন্দ্ব চলছিল। একপর্যায়ে মোহনের পরিবারকে একঘরে করে রাখার হুমকি দেন তারা। পরে সেই ঘটনার রেশ ধরে দুই পক্ষের মধ্যে রোববার দুপুর ২টার দিকে মারধরের ঘটনা ঘটে। এতে ঝলকি, তার স্বামীসহ তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে ঝলকি মারা যান।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২২
কেইউএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।