ঢাকা, রবিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২৩ জুন ২০২৪, ১৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

জামালপুরে ১৫ দিনের বৈশাখী মেলা শুরু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, মে ১০, ২০২২
জামালপুরে ১৫ দিনের বৈশাখী মেলা শুরু 

জামালপুর: জামালপুরে পৌরসভার উদ্যোগে ১৫ দিনের বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে।  

সোমবার (৯ মে) সন্ধ্যার দিকে জামালপুর জিলা স্কুল মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।

 

জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সভাপতিত্বে বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মুর্শেদা জামান।  

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. নাছির উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম প্রমুখ।  

মেলায় পোশাক, প্রশাধনী, খেলনা, খাবারের স্টল ছাড়াও শিশুদের জন্য নাগরদোলা, ট্রয় ট্রেনসহ বিভিন্ন রাইড এবং প্রতিদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।   

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বিএম রাজন।  

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, মে ১০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।