ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

ভোজ্য তেল মজুদ, গাইবান্ধায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, মে ১২, ২০২২
ভোজ্য তেল মজুদ, গাইবান্ধায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

গাইবান্ধা: অবৈধভাবে প্রায় ৭০০ লিটার বোতলজাত সয়াবিন তেল মজুদ করার দায়ে গাইবান্ধায় পাঁচ প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরের দিকে জেলা শহরের পুরাতন বাজারে এ অভিযান চালানো হয়।

নেতৃত্ব দেন অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক আব্দুস সালাম। অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, অবৈধভাবে তেল মজুদ করে বাজারে কৃত্রিম সঙ্কট তৈরি করে বেশি দায়ে বিক্রির দায়ে মেসার্স সাহা ট্রেডার্সকে ৫০ হাজার, মেসার্স শুভ স্টোরকে ৩০ হাজার, মেসার্স দুর্গা ভাণ্ডারকে ১০ হাজার, মেসার্স দীপ ভাণ্ডারকে ও মেসার্স মায়া স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলো থেকে অবৈধভাবে মজুদ করা প্রায় ৭০০ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মে ১২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।