ঢাকা, রবিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২৩ জুন ২০২৪, ১৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

শান্তিগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, মে ১৩, ২০২২
শান্তিগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের কাড়ারাই গ্রামে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুই কৃষক গুরুতর  আহত হয়েছেন।

শুক্রবার (১৩ মে) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের হাঁসকুড়িগ্রামের মুছন উল্লাহর ছেলে আব্দুস সুবহান (৪০)।

আহতরা হলেন শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের কাড়ারাই গ্রামের আশিকুর রহমানের ভাই রফিক আলী ও ছেলে রিপন আহমদ।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন কাড়ারাই গ্রামের আশিকুর রহমানের ভাই রফিক আলী, ছেলে রিপন আহমদ ও ভগ্নিপতি আব্দুস সুবহান। বিকেলে প্রচুর বৃষ্টির মধ্যে বজ্রপাত হয়। এসময় রফিক আলী, ছেলে রিপন আহমদ এবং তাঁর ভগ্নিপতি আব্দুস সুবহান গুরুতর আহত হন।

আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ভগ্নিপতি আব্দুস সুবহানকে মৃত ঘোষণা করেন।

বজ্রপাতে মারা যাওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মে ১৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।