ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

যশোরে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী রাজ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, মে ১৭, ২০২২
যশোরে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী রাজ আটক

যশোর:  যশোরে একটি দেশি ওয়ানশুটারগান ও এক রাউন্ড গুলিসহ খন্দকার আব্দুল্লাহ আল মামুন ওরফে রাজ (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (১৭ মে) যশোর শহরের চারখাম্বার মোড় এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাজ শহরের সিটি কলেজ পাড়ার মৃত খন্দকার আব্দুল কবিরের ছেলে।

র‌্যাব-৬, যশোর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম নাজিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আব্দুল্লাহ আল মামুন ওরফে রাজ সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি ও মাদক ব্যবসা পরিচালনার লক্ষ্যে অবৈধ অস্ত্র-গুলি নিজ হেফাজতে রেখেছেন। এরপর গোয়েন্দা সূত্রে তার অবস্থান নিশ্চিত হয়ে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করা হয়েছে। পরে এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করেছে।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, মে ১৭, ২০২২
ইউজি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।