ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, মে ৩০, ২০২২
রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু ফাইল ফটো

রাঙামাটি: রাঙামাটি সদর উপজেলায় বন্যহাতির আক্রমণে তাপসী চাকমা (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।  

সোমবার (৩০ মে) ভোরে জীবতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

মৃত তাপসী চাকমা ওই এলাকার স্থানীয় বাসিন্দা গোপাল চন্দ্র চাকমার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে তাপসী চাকমা নিজ বাড়ির আঙিনায় প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গেলে বন্যহাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যান। জীবতলী ইউনিয়নে পাহাড়ি গ্রামের আশপাশে দীর্ঘদিন ধরে বন্যহাতির পাল বিচরণ করছে। প্রায় প্রতিদিনই বন্যহাতির পাল গ্রামের লোকালয়ে ঢুকে ঘরবাড়ি ও ফসল বিনষ্ট করছে। বন্যহাতির আক্রমণে বেশ কয়েকজন লোক মারা গেছে।

জীবতলী ইউপির ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার ধন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে গ্রামবাসী আতঙ্গে দিন কাটাচ্ছেন। বন্যহাতির আক্রমণে গ্রামবাসী অতিষ্ট।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মে ৩০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।