ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

স্কুলশিক্ষার্থী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জুন ৩, ২০২২
স্কুলশিক্ষার্থী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের সাবেরা সোবহান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সুমাইয়া সুলতানা অপহরণের ঘটনায় প্রধান আসামি রিফাত হাসানকে (২৫) গ্রেফতার করেছে চট্টগ্রাম ইমিগ্রেশন পুলিশ।  

বৃহস্পতিবার (০২ জুন) রাতে চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে দুবাই পালিয়ে যাওয়ার সময় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।  

শুক্রবার (০৩ জুন) রাতে মোবাইলে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পরিদর্শক মো. আকতার হোসেন। তিনি বলেন, আমরা চট্টগ্রাম ইমিগ্রেশন পুলিশকে তার ছবি ও অপহরণ মামলার যাবতীয় তথ্য পাঠিয়ে ছিলাম। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বিমান বন্দর দিয়ে দুবাই যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে আমাদের খবর দেয়। গ্রেফতার রিফাতকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসার সার্বিক প্রক্রিয়া চলছে।  

গত বছরের ২০ জুন শহরের সাবেরা সোবহান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এ ছাত্রী অ্যাসাইম্যান্ট জমা দিতে বের হওয়ার পর অপহরণের শিকার হয়। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে আদালতে একটি অপহরণ মামলা করেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুন ০৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।