ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

বিপুল পরিমাণ মাদকসহ ভারতীয় ট্রাক আটক

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, জুন ১৬, ২০২২
বিপুল পরিমাণ মাদকসহ ভারতীয় ট্রাক আটক

বেনাপোল (যশোর): বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে বিপুল পরিমাণ মাদকের চালান জব্দ করেছে পোর্ট থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ওই চালান জব্দ করা হয়।

 

জব্দ করা চালানের মধ্যে ছিল ১৮৬ কেজি গাঁজা, ৭৪৯ বোতল ফেনসিডিল, ওষুধ ও কসমেটিকসহ বিভিন্ন অবৈধ পণ্য।  অবৈধ এসব পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল।

পুলিশ জানিয়েছে, বুধবার (১৫ জুন) রাত সাড়ে ১২টার দিকে মাদকের এ চালান জব্দ করা হয়।

পুলিশেল সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বেনাপোল বন্দরে ভারতীয় ডাব্লিউ.বি-৭৬-এ-৫১৭৫ ট্রাক বিপুল পরিমাণ মাদকের চালান নিয়ে অবস্থান করছে। এরপর সেখানে অভিযান চালিয়ে ট্রাকে ১১টি কার্টন পাওয়া যায়।

কার্টনগুলো জব্দ করে কাস্টমসের উপস্থিতিতে খোলা হয়।  পাওয়া যায় ১৮৬ কেজি গাঁজা, ৭৪৯ পিচ ফেনসিডিল, বিভিন্ন ধরনের ওষুধ, কসমেটিক ও আতশবাজি।

পুলিশ ওই ভারতীয় ট্রাক চালক ও হেলপারকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালিয়ে যায়।  

দেশের এই মাদকের চালান আনা পেছনে কারা জড়িত তা এখনও জানা যায়নি। পুলিশ বলছে তদন্ত করে খুঁজে বের করা হবে।  

নাভারন সার্কেলের (এএসপি) জুয়েল ইমরান জানান, এ মাদক আনার ক্ষেত্রে যারাই জড়িত থাকুক না কেন, তাদের দ্রুত আটক করা হবে। ভারতীয় ওই ট্রাক চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, জুন ১৬, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।