ঢাকা, সোমবার, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন ২০২৪, ২৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

ভৈরবে রাইস মিল মেঘনায়, নিখোঁজ দুই শ্রমিক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জুন ১৯, ২০২২
ভৈরবে রাইস মিল মেঘনায়, নিখোঁজ দুই শ্রমিক 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একটি রাইস মিল মেঘনা নদীতে ধসে গেছে। এতে শরীফ (৩৫) ও মোস্তাক (২৮) নামে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন।

রোববার (১৯ জুন) সকালে ভৈরব পৌরসভার বাগান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

শরীফ হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বাসিন্দা ও মোস্তাক কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৯ জুন) সকালে ভৈরব বাজারের বাগান বাড়ি এলাকা সংলগ্ন স্থানে রাইস মিলের পাকা ঘরের একটি অংশ প্রবল স্রোতে মেঘনা নদীতে ভেঙে পড়ে। এসময় রাইস মিলের দুই শ্রমিক শরীফ ও মোস্তাক ভাঙা অংশের সঙ্গে নদীতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেছে। উদ্ধার অভিযান চললেও প্রবল স্রোতের কারণে এখনও কাউকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ভৈরব বাজার ফায়ার স্টেশন অফিসার মকবুল হোসেন ও কিশোরগঞ্জ ফায়ার স্টেশন অফিসার মো. আবুজর গিফারী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা ১৯ জুন, ২০২২ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।