ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০২২
রাজবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলার আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকায় বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউসুফ প্রামাণিক (৫০) নামে দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক নিহত ও বাসের দুই যাত্রী আহত হয়েছেন।

শনিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ ফরিদপুর সদর উপজেলার গোল চত্বর এলাকার হানিফ প্রামাণিকের ছেলে।  

আহতরা হলেন- কুষ্টিয়ার খোকসা উপজেলার সমসপুর গ্রামের সুমন বিশ্বাস ও রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নিজামুদ্দিন। এরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।

পাংশা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, পাংশা ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে সড়কে বের হচ্ছিল একটি ট্রাক। এ সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ট্রাকচালক ইউসুফকে মৃত ঘোষণা করেন।

পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন মোল্লা বাংলানিউজকে জানান, নিহতের সুরতহাল শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যদি তারা এ ঘটনায় মামলা করতে চান, করতে পারেন। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় বাসচালক ও তার সহযোগী (হেলপার) পলাতক রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২২
এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।