ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুন্দরবন থেকে ৯ ভারতীয় গরু আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
সুন্দরবন থেকে ৯ ভারতীয় গরু আটক

সাতক্ষীরা: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রায়মঙ্গল নদীর কচুখালী চর থেকে নয়টি ভারতীয় গরু আটক করেছে নৌ-পুলিশ। তবে, এসময় কাউকে আটক করতে পারেনি তারা।

সোমবার (১৫ আগস্ট) ভোর ৬টার দিকে সুন্দরবনের ভেতর দিয়ে ভারত থেকে পাচার করে আনা এসব গরু আটক করা হয়।  

শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারক বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬টার দিকে রায়মঙ্গল নদীর কচুখালীর চরে বনের ভেতর থেকে ভারতীয় গরুগুলো আটক করা হয়।

তিনি আরও জানান, আটক গরুগুলো নৌ-পুলিশ ফাঁড়ির হেফাজতে আছে। এ বিষয় পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।