ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মামার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২২
মামার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলায় মামার বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আবরার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (০৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের দোহারগট্টি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবরার লালমনিরহাট জেলার হাতিবান্ধা সদরের রুস্তম খন্দকারের ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১১টা থেকে হঠাৎ নিখোঁজ হয় আবরার। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন। পরে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের একটি টিম শিশুটিকে উদ্ধার করে।

সালথা ফায়ার সার্ভিসের ইনচার্জ রাজ্জাক হোসেন বলেন, ফায়ার সার্ভিসের একটি টিম এসে শিশুটিকে উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।