ঢাকা, শনিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ জুন ২০২৪, ২৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

নবাবগঞ্জে ইছামতি নদীতে নৌকাবাইচ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
নবাবগঞ্জে ইছামতি নদীতে নৌকাবাইচ

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলা নয়নশ্রী এলাকায় ইছামতি নদীতে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর)  বিকালে নয়নশ্রী ইয়ুথ ক্লাবরে উদ্যোগে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিকেল ৩টা থেকে বাইচ উপলক্ষে ইছামতীর দুই পাড়ে শিশু, নারী, পুরুষ, বৃদ্ধসহ হাজার মানুষের উপস্থিতি দেখা যায়। নানা রঙে সজ্জিত ইঞ্জিন চালিত নৌকা নিয়ে হাজির হয়েছিলেন দর্শকরা।  

নৌকার মাঝি-মাল্লার ‘হেইয়ারে হেইয়া’ হাঁক দিয়ে নৌকা টান দিলে নদীর দুই পাড়ে উপস্থিত দর্শকের করতালিতে মুখরিত হয়ে উঠে। বাইচে আগত দর্শনার্থীরা ঢোল, তবলা নিয়ে নেচে গেয়ে এক বর্ণিল পরিবেশ সৃষ্টি করে এলাকাজুড়ে।  

বাইচে নবাবগঞ্জ, দোহার পার্শ্ববর্তী ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থেকে নানান নামের ৮-১০টি ঘাসি নৌকা অংশ নেয়।

নৌকাবাইচ উদ্বোধক মো. কামাল হোসেন বলেন, নবাবগঞ্জে নৌকাবাইচের ঐতিহ্য প্রায় শত বছরের। নানা প্রতিকূলতায় এ ঐতিহ্য প্রায় বিলীন হতে চলছে। গ্রাম বাংলার এ চির চেনা ঐতিহ্য ধরে রাখতে এ আয়োজন করা হয়।

নৌকাবাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমটির সহ-সভাপতি ডা. হরগোবিন্দ সরকার অনুপ বলেন, নবাবাগঞ্জে নৌকাবাইচের ঐতিহ্য প্রায় শত বছরের। এক দশক আগেও ইছামতী নদীর বিভিন্ন পয়েন্টে পুরো ভাদ্র মাসজুড়ে নৌকাবাইচ অনুষ্ঠিত হতো।

অনুষ্ঠানে নয়নশ্রী ইয়ুথ ক্লাবের সভাপতি সিকদার মোক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মতিউর রহমান। সম্মানিত অতিথি ছিলেন দোহার সার্কেল এএসপি আরিফুল রহমান আরিফ ও নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।