ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাঁথিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২২
সাঁথিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

পাবনা: পাবনার সাঁথিয়ায় ইঞ্জিন বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগায় একটি মিনি কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন।  

মঙ্গলবার (০৪ অক্টোবর) সকালে সাঁথিয়া উপজেলার সরিষা ব্রিজ এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জগন্নাথপুর গ্রামের সিহাব উদ্দিন মিয়ার ছেলে চালক সাগর মিয়া (২৮) ও চাতারকান্দি এলাকার হেলপার মনির হোসেন (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইঞ্জিন বিকল হয়ে সোমবার রাত থেকে সরিষা ব্রিজের কাছে মহাসড়কে পাথর বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। সকালে সাঁথিয়াগামী একটি মিনি কাভার্ডভ্যান পেছন থেকে ওই ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হন। স্থানীয়দের কাছে খবর পেয়ে পরে মাধপুর হাইওয়ে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

মাধপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।