ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

পরীক্ষা শেষে বাবার জানাজায় অংশ নিলো ছেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
পরীক্ষা শেষে বাবার জানাজায় অংশ নিলো ছেলে

ঝালকাঠি: ঝালকাঠিতে বাবার মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষার হলে বসতে হয়েছে ছেলেকে। পরীক্ষা শেষ করে এসেই বাবার জানাজায় অংশ নিতে হয়েছে।

হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের কেওড়া গ্রামে।

ওই পরীক্ষার্থীর নাম সালমান রাফি। সে মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ঝালকাঠি সরকারি কলেজের ওই শিক্ষার্থী সকালে মহিলা কলেজে কেন্দ্রের পরীক্ষার হলে বসেছে।

সালমান রাফির বড় চাচা মো. মামুন হাওলাদার জানান, তার ছোট ভাই শফিকুল ইসলাম কুদ্দুস (৫০) দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস ও উচ্চরক্ত চাপে ভুগছিলেন।  

শনিবার (৫ নভেম্বর) দুপুর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। রাতে তাকে সজ্ঞাহীন অবস্থায় স্বজনরা জেলা সদর হাসপাতালে নিয়ে যান। কিছুক্ষণ পরে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

শফিকুল ইসলাম কুদ্দুস কেওড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন জানিয়ে বড় ভাই মামুন হাওলাদার বলেন, রোববার প্রথম দিনের এইচএসসি পরীক্ষা শেষে দুপুর দেড়টায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে ভাইকে দাফন করা হয়।
এদিকে এ শিক্ষার্থীর বাবার মৃত্যুতে আত্মীয়-স্বজন, সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কেওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিএম আরিফ হোসেন মিন্টু বলেন, সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম কুদ্দুস অনেক ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত। তার ছেলে সলমান এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা দিয়ে এসে দুপুর দেড়টায় বাবার জানাজায় অংশ নেয় সে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।