ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

অফবিট

গাছ তো নয়, যেন সবজির সুপারশপ!

এম রবিউল ইসলাম রবি, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
গাছ তো নয়, যেন সবজির সুপারশপ!

ঝিনাইদহ: শতবর্ষী বিশাল কড়াই গাছের সঙ্গে লাগানো হয়েছে কাঠের তাক। তাতেই রাখা হয়েছে আলু, পটল, কুমড়া, লাল শাকসহ নানা ধরনের শাক-সবজি।

 

এ দৃশ্য চোখে পড়বে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার উপজেলার বৈশাখী ফিলিং স্টেশনের বিপরীতে ভূষণ সড়কে। ব্যতিক্রমী এ দোকানটি করেছেন উপজেলার দক্ষিণ আড়পাড়া গ্রামের মাসুদ রানা।

গাছ ঘিরে বানানো তাকগুলোতে সাজানো রয়েছে টাটকা, তরতাজা শাক-সবজি দিয়ে। দামও লিখে রাখা হয়েছে প্রতিটি সবজির গায়ে। দোকানদার না থাকলেও ক্রেতারা নির্ধারিত দাম রেখে পছন্দ মতো সবজি নিয়ে যান। ব্যতিক্রমী এ দোকান দেখতে কৌতূহলী অনেকেই ভিড় করেন সেখানে।

মাটি থেকে কয়েক ফুট ওপরে খড় দিয়ে তৈরি করা হয়েছে চালা। তার নিচে কাঠ ও বাঁশ দিয়ে করা হয়েছে সবজি রাখার জন্য চার স্তরের র‌্যাক। সেখানে সাজানো রয়েছে টাটকা, তরতাজা সবজি। স্থানীয়রা এ দোকানটিকে গাছ সুপারশপ বলেই ডাকেন।

স্থানীয়রা জানান, এক সময় মালয়েশিয়ায় থাকতেন মাসুদ রানা। কিন্তু স্ত্রীর প্রতারণায় দেশে ফিরে হারিয়েছেন সব কিছু। সংসার চালাতে করেছেন চাকরি ও ব্যবসা। সব কিছু হারিয়ে এক বছর আগে এ গাছটিতে তিনি দোকান দিয়েছেন। কাঠ, বাঁশ ও রড দিয়ে দৃষ্টিনন্দন এ ‘সুপারশপ’টিতে বিক্রি করেন আলু, পটল, উচ্ছে, মিষ্টি কুমড়া, শসা, ঝিঙেসহ প্রায় সব ধরনের শাক-সবজি। যা স্থানীয় বাজার থেকে কিছুটা কম দামে তার দোকানে পাওয়া যায়।

প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা ও বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে রানার ‘সুপারশপ’।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।