ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

৫ পাউন্ডের নোটের দাম ৮০ হাজার পাউন্ড

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
৫ পাউন্ডের নোটের দাম ৮০ হাজার পাউন্ড

যুক্তরাজ্য জুড়ে নতুন প্রকাশিত ৫ পাউন্ডের একটি নোট নিয়ে ক্রেজ শুরু হয়ে গেছে। প্রত্যেকেই যেনো পেতে চাইছেন তার নিজের একটি পাঁচ পাউন্ড নোট।

আর চাহিদা যখন বাড়ছে মুনাফা বাড়ছে।

তাই বলে এত বেশি? জানা গেছে অনলাইনে পণ্য বিক্রেতা ই-বে’র কাছে একটি পাঁচ পাউন্ডের নোট কেনার জন্য ৮০ হাজার পাউন্ড পর্যন্ত খরচের প্রস্তাব এসেছে।

নোটটির নকশাই এর প্রধান আকর্ষণ। রাণী এলিজাবেথের একটি ছবি এতে স্থান পেয়েছে। নোটটি অপেক্ষাকৃত ছোট। আর এটি পলিমার প্লাস্টিকে তৈরি।

আগ্রহীরা আকর্ষণীয় সিরিয়াল নম্বরের নোট সংগ্রহে উঠে পড়ে লেগেছে।  

এই সপ্তায় একটি নোটের জন্য ৮০ হাজার পাউন্ড দর উঠে গেছে আর সে অংক আরও বাড়ছে।

বাংলাদেশ সময় ০৩৫৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।