ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

ট্রাম্প জেতায় পোকা খাচ্ছেন তিনি!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
ট্রাম্প জেতায় পোকা খাচ্ছেন তিনি! ছবি: সংগৃহীত

ঝোঁকের মাথায় নিজেই নিজের বিপদ ডেকে আনলেন তিনি! নইলে কি আর ঘোষণা দিয়ে বসতেন, ডোনাল্ড ট্রাম্প ২৪০টির বেশি ইলেকটোরাল ভোট পেলে পোকা চিবিয়ে খাবেন! 

ঝোঁকের মাথায় নিজেই নিজের বিপদ ডেকে আনলেন তিনি! নইলে কি আর ঘোষণা দিয়ে বসতেন, ডোনাল্ড ট্রাম্প ২৪০টির বেশি ইলেকটোরাল ভোট পেলে পোকা চিবিয়ে খাবেন! 

কিন্তু অনেক রথী-মহারথীর মতো তারও অতিদর্প চূর্ণ করে দিয়ে এর চেয়ে ঢের ঢের বেশি ইলেকটোরাল ভোট পেয়ে জিতেই গেলেন ট্রাম্প।  

অগত্যা কী আর করা, তাকে পোকা চিবিয়ে খেয়ে নিজের কথা রক্ষা করতে হয়েছে! 
 
Associated Press সেটাই বলেছে তাদের সংবাদের শিরোনামে, ‘After poll failure, expert makes good on promise to eat bug’
 
যে ভদ্রলোক অতি বড়াই করে ফেঁসে গেলেন, তিনি যে সে লোক নন, রীতিমতো এক বোদ্ধা।

যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের (Princeton Election Consortium) ভোট বিশেষজ্ঞ চীনা বংশোদ্ভূত স্যাম ওয়াং। গত শনিবার (১২ নভেম্বর) অন্যদের চোখের সামনে একটি পাত্রে রাখা ঝিঁঝিঁ পোকা খেয়েছেন তিনি। তবে খাওয়ার উপযোগী করতে পোকাগুলোকে মধুতে ভিজিয়ে নিয়েছেন।   
নিজেকে স্বান্ত্বনা দিতে গিয়ে তিনি বাইবেলের বর্ণিত জন দ্য ব্যাপ্টিস্ট এর উদাহরণ টেনেছেন। জন দ্য ব্যাপ্টিস্টও নাকি মধুতে ভিজিয়ে পতঙ্গ ভক্ষণ করেছিলেন একদা।  

যাহোক, নিজের অতি বড়াইয়ের মানসিকতার জন্য লজ্জিত হয়ে সংশ্লিষ্ট ট্রাম্প ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। বলেছেন, ট্রাম্প সম্পর্কে এতোটা নেতিবাচক ধারণা রাখা মোটেই উচিত হয়নি তার।  

স্যাম ওয়াং প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে ডেটা ও নিউরোসায়েন্টিস্ট হিসেবে কর্মরত।
 
বাংলাদেশ সময়: ০৩৩৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
জেএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।