ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

পাকা চুলের পুঁচকে ‘বুড়ি’!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
পাকা চুলের পুঁচকে ‘বুড়ি’!

বয়সের সঙ্গে সঙ্গে মানুষের চেহারার জেল্লা কমে যায়। কালো চুলে পাক ধরে। এক সময় সাদা চুলে গোটা মাথা হয়ে ওঠে কাশবন। 

বয়সের সঙ্গে সঙ্গে মানুষের চেহারার জেল্লা কমে যায়। কালো চুলে পাক ধরে।

এক সময় সাদা চুলে গোটা মাথা হয়ে ওঠে কাশবন।  

কিন্তু বুড়ো হওয়ার আগেই যদি পাক ধরে চুলে? সেটাই হয়েছে মিল্লি আন্না নামের একটি মেয়ে শিশুর ক্ষেত্রে।

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের রিজল্যান্ডের ১৮ মাস বয়সী এই শিশুটির মাথার সামনের একাংশের চুল জন্ম থেকেই সাদা। অবশ্য মাথার বাকি অংশের চুল কালোই আছে।  
 
তবে msn.com জানাচ্ছে, এটি কেবল যে মিল্লি আন্নার ক্ষেত্রেই ঘটেছে, এমন নয়। এ নিয়ে চার প্রজন্ম ধরে ওদের বংশের সব নারীর ক্ষেত্রেই এ ঘটনা ঘটে আসছে। জন্মের সময়ই সব মেয়ের মাথার সামনের দিকের একাংশের চুল ফক ফকা সাদা।   
 
msn.com—এর শিরোনামেও সেটাই বলা হয়েছে: ‘Baby Takes After 3 Generations of Women to Be Born With Streak of White Hair’
 
InsideEdition.com –এর কাছে মিল্লি আন্নার মা ব্রায়ানা ওর্থ রসিকতা করতেও ছাড়েননি, ‘আমাদের পরিবারে কোনো ব্যাটা ছেলে জন্মায় না’।

ওই অদ্ভুত ব্যাপারটা এসেছে মিল্লি আন্নার পরদাদিমা জোয়ান্নের (৫৯) কাছ থেকে ওর দাদিমা জেনিফারের (৪১) কাছে। সেখান থেকে ওর মা (২৩) ব্রায়ানার কাছে। এরপর চতুর্থ প্রজন্মের আন্নাও সেটা পেয়েছে। এভাবেই পরম্পরা বাহিত হয়ে ছুড়ি থাকতেই ওরা সবাই সাদা চুলের বুড়ি!
 
যে কারণে এটি হচ্ছে, চিকিৎসাবিজ্ঞানে একে বলা হয় ‘পলিওসিস’। এটি এমন এক অবস্থা যাতে মাথার ত্বক বা চুলের একাংশে পিগমেনটেশন (চুল কালো হওয়ার উপাদান) থাকে না।  
 
বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
জেএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।