ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অফবিট

‘কুকুবেড়াল’!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
‘কুকুবেড়াল’!

এমন অদ্ভুত চেহারার বেড়াল আগে কেউ দেখেনি। বহুরূপী চেহারা, দ্বৈত চেহারা- কোনো অভিধাই যথেষ্ট নয়। ওকে দেখলে এক সময় কুকুর, আবার পরমুহূর্তে মনে হবে বেড়াল।

ঢাকা: এমন অদ্ভুত চেহারার বেড়াল আগে কেউ দেখেনি। বহুরূপী চেহারা, দ্বৈত চেহারা- কোনো অভিধাই যথেষ্ট নয়।

ওকে দেখলে এক সময় কুকুর, আবার পরমুহূর্তে মনে হবে বেড়াল।

কিন্তু আসলে ওটা বেড়াল নাকি কুকুর সেটা নিয়ে ধন্ধে পড়ে যাবেন আপনি।

একের ভেতরে দুই। একই মুখে বসানো দু’রকম চেহারা। আসলেই প্রতারক চেহারা ওর। একজন দু’জন নয়, ওকে যারা দেখেছেন সবাই ধন্ধে পড়েছেন।

এমনটি দেখে পুরো ইন্টারনেট দুনিয়াই বনে গেছে তাজ্জব।

www.upi.com--এর করা প্রতিবেদনের শিরোনাম সেকথাই বলছে- ‘Cat who resembles dog baffles the Internet’

বেড়ালটি কানাডার কেবেক (প্রচলিত উচ্চারণ ‘কুইবেক’) শহরের বাসিন্দা। ওর নাম ‘আশ্শুম’। ওর দেহে hypertrichosis- এর প্রভাবে এতো বেশি চুল গজিয়েছে। হাইপারট্রাইকোসিস্‌ হচ্ছে এমন এক অবস্থা, যার কারণে শরীরে অত্যধিক লোম গজায়।

‘আশ্শুম’ এর নামে একটি ওয়েবসাইটও আছে। এটি মূলত ওর বায়োগ্রাফিক পেজ। সেখানে ওর নিজের নামে দেওয়া স্ট্যাটাসে ঠাট্টার সুরে বলা হয়েছে, ‘লোকে বলে আমার বুনো পশম আর তীক্ষ্ণ জ্বল জ্বলে চোখের কারণে আমাকে নাকি কুকুরের মতো, পেঁচার মতো, ক্ষ্যাপা বিজ্ঞানীর ...মতো লাগে। তবে আমি আমার মতোই থাকতে পেরে সুখী’।

আসুন, আমরা ওকে ‘কুকুবেড়াল’(কুকুর+বেড়াল= কুকুবেড়াল। মানে, চেহারা যার একইসঙ্গে কুকুর ও বেড়ালের) বলে ডাকি।

বাংলাদেশ সময়: ০১২৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
জেএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।