ঢাকা, রবিবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

নভোখেয়ায় ফলানো হবে গম, সবজি!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
নভোখেয়ায় ফলানো হবে গম, সবজি! ছবি: সংগৃহীত

রুশ নভোচারীরা এর আগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা নভোখেয়ার (আইএসএস) গ্রিনহাউসে সুমিষ্ট মরিচ ফলানোর পরীক্ষা চালিয়েছিলেন্। এখানেই থেমে থাকবেন না তারা। এবার তারা ফলাতে চেষ্টা করবেন গম ও সালাদের সবজি।

ঢাকা: রুশ নভোচারীরা এর আগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা নভোখেয়ার (আইএসএস) গ্রিনহাউসে সুমিষ্ট মরিচ ফলানোর পরীক্ষা চালিয়েছিলেন্। এখানেই থেমে থাকবেন না তারা।

এবার তারা ফলাতে চেষ্টা করবেন গম ও সালাদের সবজি।

গত ১০ নভেম্বর এ তথ্য জানান ইনস্টিটিউট অব মেডিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল প্রবলেমসের উপ-পরিচালক সিচিওভ।

এজন্য ডিসেম্বর মাসে নভোখেয়াযানটিতে নতুন একটি গ্রিনহাউস তৈরি করা হবে।
 
‘Russian cosmonauts to grow wheat, salad on  International Space Station’ শিরোনামে rbth.com একটি প্রতিবেদন ছেপেছে।

সিচিওভ বলেন, ‘প্রথম নিরীক্ষাটি হবে খুবই জটিল। কেননা, আমরা এমন এক শস্য ফলাতে যাচ্ছি, এর আগে দূর মহাকাশে যা কখনোই ফলানো হয়নি’।
 
সিচিওভ আরো বলেন, ‘আমরা যদি সফল হই, তবে তা হবে চমৎকার। (মিষ্টি) মরিচের পর খুব সম্ভবত আমরা ফলাবো গম। এরপর সালাদের সবজি’।
 
সিচিওভ আরো জানান, মহাকাশে শস্য ও সালাদের সবজি ফলানোর পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি তারা আরো বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা চালাবেন।
 
এ বিষয়ে তাদের ভাবনা হচ্ছে, রাশিয়া-যুক্তরাষ্ট্রের যৌথ পরীক্ষার অংশ হিসেবে মহাকাশে অন্তত ২০টি ইঁদুর পাঠানো। মহাকাশের ভরহীন অবস্থাটি বিভিন্ন প্রাণীর দেহে কিভাবে কাজ করে, সেটি দেখাই এর মূল উদ্দেশ্য।
 
‘ইঁদুরগুলোকে মহাকাশে রাখার পর জীবিত অবস্থায় পৃথিবীতে ফিরিয়ে আনা হবে’- বলছিলেন সিচিওভ।
 
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
জেএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।