ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

অফবিট

চেহারা ট্রাম্পের মতো, তাই পিটুনি!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
চেহারা ট্রাম্পের মতো, তাই পিটুনি!

আন্দ্রেস ভেন্ডেলকে চেনেন না এমন লোক গোটা সুইডেনে একজনও আছেন কি-না সন্দেহ। একাধারে তিনি দেশের সেরা রন্ধনশিল্পী, রেস্তোরাঁ মালিক এবং ডাকসাইটে টিভি ব্যক্তিত্ব।

আন্দ্রেস ভেন্ডেলকে চেনেন না এমন লোক গোটা সুইডেনে একজনও আছেন কি-না সন্দেহ। একাধারে তিনি দেশের সেরা রন্ধনশিল্পী, রেস্তোরাঁ মালিক এবং ডাকসাইটে টিভি ব্যক্তিত্ব।

কিন্তু নিজের চেহারার কারণে তাকে খেতে হয়েছে বেধড়ক পিটুনি। কারণ, তার চেহারার সঙ্গে নাকি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিল আছে।

আর এ কারণেই তিন মুসলিম যুবক পিটিয়ে তার চেহারার বারোটা বাজিয়ে দিয়েছে।

সুইডিশ পত্রিকা সিডসভেনস্কান (Sydsvenskan) জানিয়েছে এই খবর।

আর রাশিয়ার ইংরেজি ভাষায় প্রকাশিত পত্রিকা sputniknews.com সুইডিশ পত্রিকাটির বরাত দিয়ে লিখেছে- ‘A Swedish celebrity chef was beaten to a pulp merely for bearing a resemblance to the US President-elect’

সুইডিশ টিভিশো’ ‘The Struggle of the Chefs’ জানায়, হামলাকারী তিন যুবকের বয়স ছিল ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। দক্ষিণাঞ্চলীয় মালমিয়ো শহরের একটি ফাস্টফুডের দোকানে সম্প্রতি এক শনিবার সকালে ঘটে এই ঘটনা।

ট্রাম্পের সঙ্গে চেহারার কিছুটা মিল থাকায় ভেনডেলকে দেখামাত্র যুবকেরা তাকে সমানে কিল-ঘুষি ও লাথি মেরে মেরে রীতিমতো আধমরা করে ফেলেন। তার মুখে অন্তত ২০ বার ঘুষি মারেন যুবকরা।

বাংলাদেশ সময়: ০৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
জেএম/এএসআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।