ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

অফবিট

ব্যারোতে ৬৫ দিন রাতের আঁধার

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
ব্যারোতে ৬৫ দিন রাতের আঁধার

আমেরিকার সর্ব-উত্তরের এলাকা ব্যারো। এটি আলাস্কা রাজ্যের এক নগরী। যা গত ১৫ দিন ধরে রাতের আঁধারে নিমজ্জিত। আর এখানে সূর্যের দেখা মিলবে আরও একমাস ২০ দিন পর।

আমেরিকার সর্ব-উত্তরের এলাকা ব্যারো। এটি আলাস্কা রাজ্যের এক নগরী।

যা গত ১৫ দিন ধরে রাতের আঁধারে নিমজ্জিত। আর এখানে সূর্যের দেখা মিলবে আরও একমাস ২০ দিন পর।

আবহাওয়াবিদরা বলেছেন, ২০১৭ সালের ২২ জানুয়ারির আগে সূর্য উঠবে না। সর্বশেষ দেখা গেছে গত ১৮ নভেম্বর।

উত্তর মেরুর এই নগরীতে প্রতি বছর শীতেই এক চিত্র। সেখানে সূর্য এখন এতোটাই দক্ষিণে চলে গেছে যে, কোনো কোনো স্থান থেকে দিনের কোনোভাগেই সূর্য দেখা যায় না, আলোও ফেলে না।

এটি এস্কিমোদের দেশ। মোট জনসংখ্যার ৬১ শতাংশই এস্কিমো।

আরেকটি মজার তথ্য হচ্ছে, এরপর যেদিন সূর্য উঠবে, তখন আর এই নগরী ব্যারো নামে পরিচিত হবে না। এর নতুন নাম হবে উতকিয়াগভিক। এস্কিমোদের ভাষার এই শব্দের মানে হচ্ছে, বন্য শূকর।
চুকচি সাগরের উপকূলের এই নগরী আলাস্কার সবচেয়ে উত্তরে। এখানে মোটে ৪ হাজার ৪০০ মানুষের বাস। যাদের অনেকেই এখনো শিকার করে, মাছ ধরে তাদের ক্ষুধা মেটান। এই নগরীতে মদের বেচা-কেনা নিষিদ্ধ, আর একটি ব্যাংক থেকেই সকলকে সেবা দেওয়া হয়।

তবে একেবারে যে ঘুটঘুটে আঁধারের মধ্যে ব্যারো তা নয়, দিনের কয়েক ঘণ্টা হালকা আলো-আঁধারি বিরাজ করে। তাতে কোথায় কি আছে, তা দেখে বোঝা যায়।  

তবে ধীরে ধীরে সে সময়টুকুও কমে আসছে... তীব্র শীতের কালো আঁধারের রাত হয়ে উঠছে দীর্ঘ থেকে দীর্ঘতর।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এমএমকে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।