ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

টয়লেট হাউজ!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
টয়লেট হাউজ! ছবি: সংগৃহীত

বিশ্বের ২ মিলিয়ন মানুষ এখনো স্যানিটেশন সুবিধা পায় না। আর তাই যথাযথ স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলার প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে টয়লেট হাউজ।

ঢাকা: বিশ্বের ২ মিলিয়ন মানুষ এখনো স্যানিটেশন সুবিধা পায় না। আর তাই যথাযথ স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলার প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে টয়লেট হাউজ।

 


দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে গড়ে তোলা হয়েছে টয়লেট হাউজটি। নামের যথার্থতা রক্ষা করতে কমোডের আদলে তৈরি করা হয়েছে এর অবকাঠামো। দু’টি বেডরুম, দু’টি গেস্টরুম ও অন্যান্য রুম নিয়ে গড়া ভবনটিতে রয়েছে অত্যাধুনিক সব সুবিধা।

 


ওয়ার্ল্ড টয়লেট অ্যাসোসিয়েশনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক কমিটির চেয়ারম্যান সিম জ্যা-ডাক নকশা তৈরি করেছেন এ টয়লেট হাউজের। ২০০৯ সালের নভেম্বর মাসে উদ্বোধন করা হয় সেটির। ছবি: সংগৃহীত


বিশ্ব স্যানিটেশন ব্যবস্থায় কোরিয়ান সরকারের ভূমিকাও যেন প্রকাশিত হয়, সে লক্ষ্যেও এটি নির্মিত হয়েছে বলে জানান সিম জ্যা-ডাক।


প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসেন টয়লেট হাউজটি দেখতে।

বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
ইউএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।