ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

অফবিট

চিতার ভয়ে নির্ঘুম রাত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৮, ডিসেম্বর ৪, ২০১৭
চিতার ভয়ে নির্ঘুম রাত চিতা। ফাইল ফটো

ঢাকা: আগ্রাসী চিতার ভয়ে নির্ঘুম রাত কাটছে হিমালয় কন্যা নেপালের খোটাঙ জেলার জানতিধুঙ্গা নামে এক মফস্বল শহরের বাসিন্দাদের।

দেশটির পূর্বাঞ্চলীয় এই শহরে প্রায় প্রতি রাতেই খোয়া যাচ্ছে কারো না কারো বাড়ির গবাদি পশু। মাঠে চরতে থাকা ছাগলও নিয়ে যাচ্ছে ক্ষুধার্ত চিতা।

গোটা এলাকা তাই পরিণত হয়েছে আতঙ্কের জনপদে। স্থলভাগের দ্রুততম প্রাণী হিসেবে বিবেচিত চিতার ঠিক কতোটি ওই এলাকায় বিচরণ করছে তা নিশ্চিত হওয়া যায়নি। দিনের আলোতেও মানুষ ভয়ে ভয়ে চলাচল করছে এলাকায়।

কেদার রাইলা নামে এক স্থানীয় ‍জানান, মাত্র এক সপ্তাহের মধ্যে মাঠে চরতে থাকা তার অন্তত ৫টি ছাগল নিয়ে গেছে চিতা।

গজধ্ধর আচার্য নামে এক স্কুল শিক্ষক জানান, সম্প্রতি স্কুল থেকে বাড়ি ফেরার পথে তিনি একটি চিতার মুখোমুখি হন। ভাগ্যগুণে সে যাত্রা বেঁচে যান তিনি।

এলাকাবাসী এখন চিতার কবল থেকে মুক্তির পথ খুঁজছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।