ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

দুষ্প্রাপ্য গোলাপি ডায়মন্ডের মূল্য কত?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
দুষ্প্রাপ্য গোলাপি ডায়মন্ডের মূল্য কত? ১৯ ক্যারেটের দুষ্প্রাপ্য গোলাপি ডায়মন্ড

ঢাকা: সুইজারল্যান্ডের জেনেভায় ১৯ ক্যারেটের দুষ্প্রাপ্য গোলাপি ডায়মন্ডের  নিলামে  দাম উঠেছে ৫০ মিলিয়ন ডলারের (৪৪ মিলিয়ন ইউরো)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নিলাম প্রতিষ্ঠানের ক্রিস্টি’সের ডাকে গোলাপি রঙের দুষ্প্রাপ্য ডায়মন্ডের এই দাম ওঠে।  

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এই ডায়মন্ডের প্রতি ক্যারেটের দাম পড়ছে ২.৬ মিলিয়ন মার্কিন ডলার।

ক্যারেটের হিসেবে বিক্রির দিক দিয়ে এই দাম আগের সব রেকর্ড ভেঙেছে।

মার্কিন বিলাসবহুল ব্র্যান্ড হ্যারি উইনস্টন কিনে নিয়েছে ডায়মন্ডটি। তারা এই গোলাপি ডায়মন্ডের নতুন নাম দিয়েছে ‘উইনস্টন পিংক লিগেসি’।  

আন্তর্জাতিক জুয়েলারি বিশেষজ্ঞ জিন-মার্ক লুনেল বলেন, এটি বিরল ডায়মন্ডগুলোর একটি।  

ক্রিস্টি’স ইন্টারন্যাশনালের জুয়েলারি বিভাগের প্রধান রাহুল কাদাকিয়া একে বিশ্বের সেরা ডায়মন্ডগুলোর একটি বলে উল্লেখ করেছেন।  

এর আগে ২০১৩ সালে ৫৯.৬০ ক্যারেটের গোলাপি ডায়মন্ড বিক্রি হয়েছিল ৮৩ মিলিয়ন ডলারে। ক্যারেট প্রতি যার মূল্য ছিল ১.৩৯ মিলিয়ন ডলার।  

এই ডায়মন্ড ওপেনহেইমার পরিবারের বলে ধারণা করা হচ্ছে। তবে এই ডায়মন্ডের বর্তমান মালিক কে তা জানাতে অস্বীকার করে নিলামে তোলা প্রতিষ্ঠান ক্রিস্টি।  

লুনেল জানান, এটি প্রায় এক শতাব্দি আগে দক্ষিণ আফ্রিকান খনিতে পাওয়া গেছে। সালটা সম্ভবত ১৯২০।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
এপি /এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।