ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

এক কামড়েই আস্ত তরমুজ খেয়ে নিলো কুমির!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
এক কামড়েই আস্ত তরমুজ খেয়ে নিলো কুমির! এক কামড়েই আস্ত তরমুজ খেলো কুমির। ছবি: সংগৃহীত

ঢাকা: এক কামড়েই খোসাসহ আস্ত তরমুজ নিমেষে খেয়ে নিলো ফ্লোরিডার ১৩ ফুটের একটি দৈত্যাকার কুমির!

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সেন্ট অগাস্টিন অ্যালিগেটর ফার্মের পক্ষে থেকে কুমিরের তরমুজ খাওয়ার ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়। সামাজিক মাধ্যমে ভিডিওটি মুহূর্তের মধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।

সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওটি ১৯ হাজার লাইক আর কমেন্ট পেয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, এক ব্যক্তি লেকের পাড় থেকে আস্ত তরমুজ ছুঁড়ে দিল কুমিরের মুখ বরাবর। আর কুমিরটি বিশাল হাঁ করে এক কামড়েই নিমেষে তরমুজটি চিবিয়ে সাবাড় করলো!

অভয়ারণ্যের কর্তৃপক্ষ বলছেন, অন্য পশুদের থেকে এমনিতেই কুমিরের চোয়াল বেশি মজবুত হয়। আর এই দৈত্যাকার কুমিরের কাছে তো এই তরমুজ কিছুই না।

সামাজিক মাধ্যমে ভিডিও দেখে নেটিজনদের মতে, জোর করে আমিষাশীকে নিরামিষ খাওয়ালে যেমন হয়, কুমিরটারও যেন সেই দশা। অনেকে আবার লিখেছেন, বোম্বার তরমুজ পেয়ে খুব খুশি। দেখ কেমন হাসছে!

বাংলাদেশ সময়: ০৬০৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।