ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

স্ত্রীর শেষ স্মৃতির টানে ব্রিজ থেকে লাফ!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
স্ত্রীর শেষ স্মৃতির টানে ব্রিজ থেকে লাফ!

যা অনেকের কাছে সাধারণ বা মূল্যহীন মনে হতে পারে, তা কারও কাছে হতে পারে অমূল্য। কারণ, সে জিনিসগুলোর সঙ্গে জড়িয়ে থাকে অজস্র ভালোবাসার স্মৃতি। এ স্মৃতি ধরে রাখতে কী না করা যায়! এমনই এক অন্য প্রেমের সাক্ষী থাইল্যান্ডের এক ব্যক্তি।

কামার স্বামীকে উপহার হিসেবে একটি মেজারমেন্ট টেপ উপহার দিয়েছিলেন স্ত্রী। তিনি মারা গেলেও সেই স্মৃতি আকড়ে ধরে রেখেছিলেন ৪১ বছর বয়সী ওই ব্যক্তি।

সারাক্ষণ সঙ্গেই রাখতেন স্ত্রীর দেওয়া উপহারটি। হঠাৎ, একদিন সেই টেপটি ব্রিজের ওপর থেকে হাত ফসকে নিচে পড়ে যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর জানায়, চনবুড়ির বাসিন্দা ওই ব্যক্তি সমুদ্রের কাছে ব্রিজ ধরে হাঁটছিলেন। হঠাৎ মেজারমেন্ট টেপটি হাত ফসকে পড়ে যায় কাদাভরা জলাশয়ে। স্ত্রীর শেষ স্মৃতিটুকু রক্ষায় সঙ্গে সঙ্গেই ঝাঁপিয়ে পড়েন তিনি। ভাগ্য ভালো, অন্য এক ব্যক্তি দেখেন, একজনের টুপি আর জুতো পড়ে আছে ব্রিজের ওপর। তিনি দ্রুত নিচের দিকে তাকিয়ে ওই ব্যক্তিকে কাদায় আটকে থাকতে দেখেন।
টেনে ওপরে তোলা হচ্ছে লোকটিকে।  ছবি: সংগৃহীত
বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে তারা দড়ি দিয়ে টেনে লোকটিকে উদ্ধার করেন।  

অল্পের জন্য প্রাণরক্ষার পর লোকটিকে জিজ্ঞাসা করা হলো, আপনি এত ঝুঁকি নিয়ে নিচে ঝাঁপ দিলেন কেন? তিনি বলেন, আমার হাতে যে টেপটি রয়েছে, এটি মহামূল্যবান। আমার স্ত্রীর দেওয়া শেষ উপহার। সে মারা যাওয়ার আগে বলে গিয়েছিল, আমি যেন এটি যত্ন করে রাখি। তাকে দেওয়া প্রতিশ্রুতি রাখতেই নিচে ঝাঁপ দেই।
মেজারমেন্ট টেপ হাতে লোকটি।  ছবি: সংগৃহীত
প্রয়াত স্ত্রীর প্রতি এমন ভালোবাসা অবাক করেছে সবাইকে। জীবনের ঝুঁকি নিয়ে লাফ দেওয়ায় অনেকে সমালোচনা করলেও, এমন ভালোবাসার প্রশংসা করেছেন বেশিরভাগ মানুষ।

বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।