সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, তিনজন যুবক রাস্তা পরিষ্কার করছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সংযুক্ত আর আমিরাতের শারজাহ থেকে এ তিন যুবককে গ্রেফতার করা হয়। রাস্তায় প্রাইভেট কার নিয়ে কসরৎ করছিল এমন একটি ভিডিও ভাইরাল হওয়া পর তাদের ফেডারেল ইনভেস্টিগেশন ব্যুরো চিহ্নিত করে। পরে তদন্ত শেষে ওই তিন যুবকের দোষ খুঁজে পেলে তাদের গ্রেফতার করা হয়। এদের বয়স ২৩ থেকে ২৫ এর মধ্যে। তাদের কমিউনিটি পুলিশের অধীনে খোর ফক্কানের পার্ক এবং সড়ক পরিষ্কারের শাস্তি দেওয়া হয়।
পাবলিক প্রসিকিউশন সার্ভিস থেকে জানানো হয়, এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একইসঙ্গে তা কোনোভাবে সহ্য করা হবে না। যা চালক তো বটেই সড়ক ব্যবহারকারীদেরও হুমকির মধ্যে ফেলে দেয়। এটা অবশ্যই বন্ধ করা হবে।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এইচএডি/