ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

কাজে ফাঁকি দিতে মৃতের অভিনয়!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
কাজে ফাঁকি দিতে মৃতের অভিনয়! পিঠে উঠতে গেলেই মারা যাওয়ার অভিনয় করে ঘোড়াটি। ছবি: সংগৃহীত 

স্কুল ফাঁকি দিতে ছোটবেলায় পেটে ব্যথার অভিনয় করেননি, এমন মানুষ খুঁজে পাওয়া ভার! বড় হলেও কিন্তু সেই অভ্যাস একেবারে যায় না। অফিস ফাঁকি দিতেও তারা কত যে বাহানা বানান, তার ইয়ত্তা নেই। তবে, ফাঁকিবাজির জন্য অভিনয় যে শুধু মানুষই করে, তা কিন্তু নয়। পশু-পাখিরাও যে এ ব্যাপারে কতটা দক্ষ, মাঝেমধ্যেই তার প্রমাণ পাওয়া যায়।

সম্প্রতি চীনে পাওয়া গেছে এমন এক ঘোড়া, যার অভিনয় রীতিমতো অস্কার পাওয়ার মতো! কাজ করা বা কাউকে পিঠে ওঠানো তার এতটাই অপছন্দ যে, কেউ কাছে আসছে বুঝতে পারলেই সে মারা যাওয়ার অভিনয় শুরু করে। আর যে সে অভিনয় নয়, রীতিমতো হাত-পা ছুড়ে, জিহ্বা বের করে মৃতের মতো পড়ে থাকে ঘোড়াটি।

যতক্ষণ কেউ পাশে থাকবে, চোখ খোলার নাম নেই, দূরে গেলে তারপরই ফের উঠে দাঁড়াবে সে।

সপ্তাহ দুয়েক আগে ফেসবুকে ঘোড়াটির অভিনয়ের ভিডিও শেয়ার করেন ফ্রাসিসকো জালাসার নামে এক ব্যক্তি। এরপর দ্রুতই ভাইরাল হয়ে যায় ভিডিওটি আর রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে ঘোড়ার অভিনয়!

ভিডিওটি শেয়ার করে বা এর কমেন্টে অনেকেই হাসিঠাট্টা করেছেন, জানিয়েছেন নিজের অভিজ্ঞতার কথা। একজন লিখেছেন, ‘এটা পুরোপুরি আমি। মা আমাকে থালা-বাসন ধুতে ডাকলে এভাবেই ঘুমিয়ে থাকার ভান করি। ’ আরেকজন লিখেছেন, ‘এই ঘোড়া হচ্ছে আমার পুরো জীবনের প্রতিচ্ছবি। ’

পশু-পাখির অদ্ভুত আচরণের ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। কিছুদিন আগেই একটি কুকুরের ভিডিও ভাইরাল হয়েছিল, যে নখ কাটার ভয়ে বারবার অজ্ঞান হওয়ার অভিনয় করছিল।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।