ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

অফবিট

করোনা ঠেকাতে ভারতে আবিষ্কার নতুন থেরাপি!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
করোনা ঠেকাতে ভারতে আবিষ্কার নতুন থেরাপি! করোনা থেকে বাঁচতে গান গাইছেন নারীরা। ছবি: সংগৃহীত

করোনা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে আতঙ্কিত পুরো বিশ্ব। ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে পরিত্রাণের উপায় খুঁজছে সবাই। এর মধ্যেই বিভিন্ন স্থানে দাবি করা হচ্ছে এ ভাইরাস সংক্রমণ থেকে বাঁচার বিভিন্ন অব্যর্থ (!) মহৌষধ ও চিকিৎসা আবিষ্কারের।

করোনা থেকে বাঁচতে এর আগে ভারতে গোবর ও গোমূত্রের ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। তবে এবার করোনা প্রতিরোধে ভারতে আবিষ্কার করা হয়েছে নতুন থেরাপির।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ক’জন নারী মন্ত্রের মতো ‘করোনা ভাগ যা’ শিরোনামে বিশেষ এক গান গাইছেন। এ গান গেলেই নাকি করোনা ভাইরাস সংক্রমণ থেকে মুক্তি পাওয়া যাবে।

ভিডিওটি ভারতে ধারণ করা হলেও ভারতের ঠিক কোথাকার, তা জানা যায়নি। একইসঙ্গে যদিও জানা যায়নি করোনা ভাইরাস থেকে ওই নারীরা সুরক্ষা পেয়েছেন কি না, তবে ভিডিওতে উৎসাহের সঙ্গেই গলা ছেড়ে গান গাইতে দেখা যায় তাদের।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।