ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

গরুর দাম তিন কোটি ১১ লাখ টাকা!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
গরুর দাম তিন কোটি ১১ লাখ টাকা!

সোয়া এক বছর বয়সী একটি গরু কত দামে বিক্রি হতে পারে? মাথা চুলকেও সঠিক উত্তর দিতে পারবেন না। যুক্তরাজ্যের একটি গরুর দাম শুনলে চোখ কপালে উঠবেই।

নিলামে গরুটির দাম উঠেছে তিন কোটি টাকারও বেশি!

গরুটির নাম পস স্পাইস। মধ্য ইংল্যান্ডে জন্ম এটির। নিলামে এটির দাম উঠেছে বাংলাদেশি মুদ্রায় তিন কোটি ১১ লাখ ১৯ হাজার টাকা। দামের নিরিখে এরই মধ্যে বিশ্বরেকর্ড করে ফেলেছে গরুটি। এর আগে এত দামে কোনো গরু বিক্রি হয়নি।

ভিক্টোরিয়া বেকহ্যামের ভক্ত এই গরুর মালিক। সেই কারণে জন্মের পর তিনি এর নামও রাখেন পস স্পাইস। গায়িকা ভিক্টোরিয়া বেকহ্যাম প্রথমে ‘স্পাইস গার্লস’-এর সঙ্গে যুক্ত ছিলেন। স্পাইস গার্লস একটি গানের ব্যান্ড। এই ব্যান্ডের হয়েই গান করতেন ভিক্টোরিয়া। তখন তিনি পরিচিত ছিলেন পস স্পাইস হিসেবে।

এই গরুটির মায়ের নাম ছিল জিঞ্জার স্পাইস। স্পাইস গার্লসের এক গায়িকার নাম ছিল জিঞ্জার স্পাইস। ক্রিস্টাইন উইলিয়ামস এবং তাঁর মৃত বাবা ডন দুজনে মিলে গরুর খামার তৈরি করেছিলেন। ১৯৮৯ সালে খামারটি চালু হয়েছে। খামারের গরু প্রতিবছরই নিলাম হয়। এ বছরও হয়েছে। এ বছর যে দাম উঠেছে তা কোনো বছর ওঠেনি। ক্রিস্টাইনের কাছে এটা স্বপ্নের মতো। এত দাম দিয়ে কে কিনলেন গরুটি? ম্যানচেস্টার ও কেমব্রিয়ার কয়েকজন গবাদি পশু কারবারির যৌথ উদ্যোগে গরুটি কেনা হয়েছে। তবে তাঁরা গরুটিকে ফের নিলামে বিক্রি করে লাভ করবেন, না অন্য কিছু করবেন, তা জানা যায়নি। সূত্র : আনন্দবাজার।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।