ছোট একটি শিশু বাড়ির পোষ্য প্রাণীর সঙ্গে খেলাধুলা করবে বা বাড়ির বড়দের সঙ্গে খুনসুটিতে মেতে থাকবে এটাই স্বাভাবিক। পারিবারের স্বজন ও বাবা-মায়ের তাতে কোন ধরনের আপত্তি থাকবে না।
অস্ট্রেলিয়ার বন্যপ্রাণী বিশেষজ্ঞ র্যাঙ্গলার ম্যাট রাইট সাপের লেজ ধরে ওই শিশুর টানাটানির একটি ভিডিও সম্প্রতি তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিশাল একটি সাপ নিয়ে খেলা করছে শিশুটি। সাপটির লেজ ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সে। পাশেই দাঁড়িয়ে ছিলেন শিশুর বাবা। তিনি শিশুটিকে বলছিল, টানো! টেনে নিয়ে যাও!
বন্যপ্রাণী বিশেষজ্ঞ র্যাঙ্গলার ম্যাট রাইট পেশায় ন্যাশনাল জিয়োগ্রাফিকের অনুষ্ঠান উপস্থাপক। বন্যপ্রাণীদের নিয়েই তার কাজ। কিন্তু তা সত্ত্বেও নিজের দুই বছরের সন্তানকে সাপের লেজ ধরে টানতে বলা অনেকেই মেনে নিতে পারছেন না।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
এএটি