ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

ঋণের টাকা দিতে না পারায় নারীকে ব্যাংক কর্মীর কুপ্রস্তাব!

অফবিট ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
ঋণের টাকা দিতে না পারায় নারীকে ব্যাংক কর্মীর কুপ্রস্তাব! প্রতীকী ছবি

একটি বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন নারী। সময়মতো সেই ঋণের টাকা পরিশোধ করতে পারেননি তিনি।

এ কারণে তাকে ব্যাংকের একজন কর্মী হোয়াটসঅ্যাপে কুপ্রস্তাব দেন। অভিযোগ পেয়ে বিষয়টি এখন তদন্ত করছে পুলিশ।  

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের মে মাসে একটি বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন ভারতের ওই নারী। তিনি বলেন, ফ্রিজ কিনতে ১২ হাজার ও মোবাইল কিনতে ৩০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু করোনা পরিস্থিতিতে লকডাউন চলতে থাকায় ২০২০ সালের ডিসেম্বরের পর থেকে ঋণ শোধ করা তার পক্ষে সম্ভব হয়নি। সে বিষয়টি ওই ব্যাংকে জানান তিনি।  

ওই নারী ব্যাংক কর্তৃপক্ষকে বলেন, এখনই তিনি পুরো টাকা মেটাতে পারবেন না। এই কথা জানানোর কয়েকমাস পর ২০২১ সালের নভেম্বর থেকে ফের ব্যাংকের পক্ষ থেকে যোগাযোগ করা হয়।  

ভুক্তভোগী নারীর অভিযোগ, ব্যাংকের একজন কর্মী ফোন করে তাকে গালিগালাজ করেন। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাকে কুপ্রস্তাবও পাঠানো হয়।

এ বিষয়ে ব্যাংকটির কর্তৃপক্ষ এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে হরিদেবপুর থানায় লিখিতভাবে অভিযোগ দিয়েছেন ওই নারী। বিষয়টি তদন্ত করছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।