ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রূপগঞ্জে আ. লীগের শান্তি মিছিল ও সমাবেশে হুঁশিয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
রূপগঞ্জে আ. লীগের শান্তি মিছিল ও সমাবেশে হুঁশিয়ারি

নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জে বিএনপি ও জামায়াতের অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলার প্রতিবাদে সমাবেশ ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে মঙ্গলবার (১৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের শিমুলিয়া এলাকায় এ কর্মসূচি পালন করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

সকাল ৮টা থেকেই উপজেলার ভুলতা, রূপগঞ্জ, গোলাকান্দাইল, মুড়াপাড়া, ভোলাব, দাউদপুর, কায়েতপাড়া ইউনিয়ন ও কাঞ্চন ও তারাবো পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। মোটরসাইকেল, লেগুনা, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ব্যাটারি চালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের বহর নিয়ে নেতাকর্মীদের উপস্থিত হতে দেখা যায়। সকাল ১০টার দিকে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং সমাবেশ জনসভায় রূপ নেয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের রাজনৈতিক  মুখপাত্র শেখ মোয়াজ্জেম হোসেন সাঈদ।

এতে বক্তব্যে দেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়া পান্না সোহেল (ভিপি), কাঞ্চন পৌরসভার মেয়র ও পৌর যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম রফিক, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আবুল বাশার টুকু, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার, রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, তরুণ শিল্পপতি ও আওয়ামীলীগ নেতা তারিকুল ইসলাম মোঘল, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মানজুরুল কবির মাঞ্জু, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু দাউদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কামাল হোসেন কমল, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট তায়েবুর রহমান, করিম পাঠান, সফিকুল ইসলাম সফিক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, কায়েতপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার, ভুলতা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলী মাষ্টার, আওয়ামী মহিলা লীগের স্বপ্না আক্তার, মিনারা আক্তারসহ আরও অনেকে। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারাও অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পদযাত্রা বা আন্দোলন সংগ্রামের নামে জামায়াত-বিএনপি যদি মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তাদের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে কঠোরভাবে প্রতিহত করা হবে। তারা দেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রের নীল নকশা একে মাঠে নেমেছে। আমরা আওয়ামী লীগ নেতাকর্মীরা কখনই তা বাস্তবায়ন হতে দেব না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এ দেশকে পেছনে ফেলার আর সুযোগ নেই। তারা রাজপথে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশকে আবারো অস্থিতিশীল করে এ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। এ সুযোগ আর তাদেরকে দেওয়া হবে না। বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে সারাদেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখছে। যদি কোনো অপশক্তি শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি নষ্ট করতে আসে, তাদের কঠিন জবাব দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা।  

সমাবেশ শেষে একটি শান্তি মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি উপজেলার ব্রাক্ষণখালী, ভক্তবাড়ী, জাঙ্গীর, ফজুরবাড়ি, রূপগঞ্জ থানা, ইছাখালী, পুর্বগ্রাম, চনপাড়াসহ বিভিন্ন এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।