ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গান-কবিতায় ছাত্র-জনতা হত্যার প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৪
গান-কবিতায় ছাত্র-জনতা হত্যার প্রতিবাদ

ঢাকা: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতা হত্যার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

শুক্রবার (২৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে গান-কবিতায় এ প্রতিবাদ জানান সংস্কৃতিক কর্মী, মানবাধিকার কর্মী, সামাজিক কর্মী, সাংবাদিকসহ অনেকে।

এদিন বেলা সাড়ে ১১টায় প্রতিবাদী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর ব্যানারে গান গাইতে গাইতে মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে আসেন সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা। এ সময় তাদের মুখে 'বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এ জনতা...', 'রক্তের প্রতিশোধ রক্তেই নিতে হয়...', 'কারার ওই লৌহ কপাট..., গান শোনা যায়।

এরপর জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন প্রতিবাদী গান ও কবিতা পরিবেশন করেন সমাবেশে অংশগ্রহণকারী সাংস্কৃতিককর্মীরা।

সমাবেশে গান-কবিতার পাশাপাশি বক্তারা বলেন, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা অহিংস আন্দোলন করছিলেন। এ আন্দোলন নিয়ে সরকার প্রধান কটূক্তি করে উসকে দেন। আন্দোলন দমানোর জন্য তিনি নিরীহ ছাত্রজনতার বুকে গুলি করেন। এ হত্যার বিচার আমরা চাই। এ হত্যাকাণ্ডের বিচার সরকারকেই নিতে হবে। যতদিন আমরা এ হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো, ততদিন তাদের আত্মা শান্তি পাবে না। তাদের মা, বাবা, পরিবার শান্তি পাবে না।

তারা আরও বলেন, আন্দোলনকারীরা শরীরে বুলেট নিয়ে হাসপাতাল থেকে হাসপাতাল ছুটেছে। আন্দোলনকারী বলে তাদের চিকিৎসা দেওয়া হয়নি। এ চিকিৎসা ব্যবস্থার ওপর ধিক্কার জানাই। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা গ্রেপ্তার হয়েছেন তাদের হিসাব দিতে হবে।  

তারা বলেন, আজকে আমাদের দেশটি শোষকদের জাতে চলে গেছে। এ লুটপাটকারীদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে। নইলে আমরা এদেশে আর অধিকার নিয়ে বাঁচতে পারবো না।

এ সময় সাংবাদিক আবু সাঈদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা, পরিবেশকর্মী ড. রিজওয়ানা হাসানসহ অসংখ্য সাংস্কৃতিককর্মী উপস্থিত ছিলেন।

জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে তারা গানের মিছিল নিয়ে পল্টন মোড় অভিমুখে যাত্রা করেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৪
এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।