ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘ফেনীর গণভবন’ রেখেই পালালেন নিজাম হাজারী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
‘ফেনীর গণভবন’ রেখেই পালালেন নিজাম হাজারী 

ফেনী: ফেনী শহরের মাস্টার পাড়া এলাকায় কয়েকশো কোটি টাকা খরচ করে বাংলোবাড়ি করেছিলেন ফেনী ০২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। হাতিরঝিলের আদলে লেক, হ্যালিপ্যাড, সুইমিংপুল, বার-কি নেই যা ছিল না এখানে।

কথিত আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্য নেতারা ফেনী-নেয়াখালী এলে নিজাম হাজারীর এ বাড়িতেই সময় কাটাতেন।  

ফেনীর এই বাড়িতে ভিআইপিরাই শুধু প্রবেশ করতে পারতেন। সে কারণেই স্থানীয়রা এ বাড়িকে ‘ফেনীর গণভবন’ বলে জানতেন।  

শেখ হাসিনার পদত্যাগের খবরের ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা।  
সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে শহরের মাস্টারপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।  

উত্তেজিত জনতা দুপুর থেকে মাস্টারপাড়ায় এমপি নিজাম হাজারীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।  
এর আগেই বাড়ি থেকে চলে যান নিজাম হাজারী।  

এছাড়া শহরের বাঁশপাড়ায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের কার্যালয়, পিটিআই স্কুল, ফেনী পৌরসভা, স্টেশন রোডের জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়, দাগনভূঞা-ছাগলনাইয়া থানা ও শহরের আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৪
এসএইচডি/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।