ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে বিএনপির অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
বরিশালে বিএনপির অবস্থান কর্মসূচি

বরিশাল: ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতাকে গুলি চালিয়ে গণহত্যা, হাসিনাসহ সব খুনিদের বিচারের দাবিতে বরিশালে অবস্থান কর্মসূচি পালন করছে জেলা ও মহানগর বিএনপি।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরের সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ও অশ্বিনী কুমার হলের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন নেতারা।

এছাড়া নগর বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিল ও মোটরসাইকেল মহড়া দিয়েছে শহরে।

দলীয় কার্যালয়ে সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় বক্তব্য দেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার ও যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, মহানগর শ্রমিকদল আহ্বায়ক মো. ফয়েজ আহমেদ খান, ওয়ার্ড বিএনপি নেতা কামরুল হাসান রতন, মহানগর ছাত্রদল সভাপতি অ্যাডভোকেট রেজাউল করীম রনিসহ নেতৃবৃন্দ। এর পাশাপাশি নগরের অশ্বিনী কুমার হল চত্বরে পৃথক অবস্থান কর্মসূচি করে বরিশাল জেলা শ্রমিক দল, কৃষকদল যুবদল এবং বরিশাল আইনজীবী ভবনের সম্মুখে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে নেতৃবৃন্দরা।

অশ্বিনী কুমার হল চত্বরে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না, শ্রমিকদলের সভাপতি আব্দুল হক ফরাজী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কৃষকদলের আহ্বায়ক মহসিন আলম প্রমুখ। বরিশাল দক্ষিণ জেলা যুবদলের কর্মসূচিতে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদল সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিন, জেলা যুবদলের সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ, যুগ্ম সম্পাদক আশ্রাফুল ইসলাম মাহফুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল আহসান।

সকালে বরিশাল আইনজীবী সমিতির সামনে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদসহ বিভিন্ন ফোরাম নেতৃবৃন্দ।

বিএনপির কর্মসূচি ঘিরে সকাল থেকে বরিশালের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সদর রোডের দলীয় কার্যালয়ে জড়ো হওয়া থেকে শুরু করে।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।