ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
সাতক্ষীরায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে সাতক্ষীরায় পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছে বিএনপির দুই গ্রুপ।

বৃহস্পতিবার (১৫ অগাস্ট) শহরের নিউমার্কেট এলাকা থেকে জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলিমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাটের মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।  

বিক্ষোভ মিছিলে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী, পৌর বিএনপির আহবায়ক মো. শের আলী, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা কৃষক দলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, জেলা তাঁতীদলের আহ্বায়ক হাসান শাহারিয়ার রিপন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রাজ্জাক, জেলা জাসাস'র আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব ফারুক হোসেন, শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম, পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহিন, সদস্য সচিব মাসুম রানা সবুজ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দীন প্রমুখ অংশ নেন।

অপরদিকে একই সময়ে শহরের পরিবহন কাউন্টার এলাকা থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তালা থানা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায় এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসানের নেতৃত্বে পৃথক আরেকটি বিক্ষোভ মিছিল বের হয়।

এতে অংশ নেন দেবহাটা থানা বিএনপির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, যুবদলের সাবেক সভাপতি আবুল হাসান হাদী, জেলা যুবদলের সমন্বয়ক পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূট্টো, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম ফারুক বাবু, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব প্রমুখ।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।

দুটি মিছিল থেকেই ছাত্রজনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসির দাবি জানানো হয়।  

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।