ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কালিহাতীতে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৪
কালিহাতীতে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট 

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মতিউল আলম তালুকদারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে।  

শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী গোহালিয়াবাড়ী ইউনিয়নের বিআরামারুয়া গ্রামে মতিউল আলমের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

উপজেলা বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মতিউল আলম তালুকদার বলেন, বৃহস্পতিবার কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী দলীয় কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার দোয়া মাহফিল করা হয়েছে। এসব কর্মসূচিতে ঈর্ষান্বিত হয়ে দুপুরে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মণ্ডলের নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতা কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করে নগদ টাকা লুটপাট করে। এতে আমার ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।  

তিনি আরও বলেন, আমরা দলীয় কর্মসূচি পালন করলেও কারো কোনো ক্ষতি করিনি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এর বিচার দাবি করি।

কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।