ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সংবিধান সংস্কারে গঠিত কমিশনে সিপিবির ১০ প্রস্তাব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
সংবিধান সংস্কারে গঠিত কমিশনে সিপিবির ১০ প্রস্তাব

ঢাকা: সংবিধান সংস্কারে গঠিত কমিশনের কাছে ১০টি প্রধান প্রস্তাব লিখিত আকারে পাঠিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সোমবার (০৯ ডিসেম্বর) সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

সংবিধানের অসম্পূর্ণতা দূর করার লক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) পাঠানো বক্তব্যে বলা হয়, ১৯৭১ সালের ১০ এপ্রিল গৃহীত ‘স্বাধীনতার ঘোষণাপত্রের’ অঙ্গীকার অবলম্বন করে ১৯৭২-এ প্রণীত সংবিধানের মূলভিত্তি অর্থাৎ চার মূলনীতি ঠিক রেখে প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে সংবিধানের ত্রুটি, দুর্বলতা ও অসম্পূর্ণতা দূর করে সংবিধানের পূর্ণতা আনার জন্য সিপিবির কয়েকটি প্রস্তাব রয়েছে।

এসব প্রস্তাবের মধ্যে রয়েছে, মূলনীতির ক্ষেত্রে আদিবিধানের ৪-নীতি বহাল রাখা; সংবিধানে আদিবাসীসহ অন্যান্য জাতিসত্তার স্বীকৃতি দেওয়া; জীবনধারণের মৌলিক উপকরণের নিশ্চয়তা দেওয়াকে মৌলিক অধিকার হিসেবে স্বীকার করে নিয়ে তার দায়িত্ব রাষ্ট্রের নেওয়া এবং রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করা।

আরও রয়েছে, দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না হওয়া; নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার পুনঃপ্রবর্তন; আর্থিক ক্ষমতার নিশ্চয়তাসহ স্থানীয় সরকারের প্রকৃত ও পূর্ণ ক্ষমতায়ন ও রাষ্ট্র প্রশাসনের গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ করা, বরাদ্দ ও কাজ সুনির্দিষ্ট করা; নারী আসনের সংখ্যা বাড়ানো, সরাসরি ভোটের ব্যবস্থা করা; সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রবর্তন করা; এটি না হওয়া পর্যন্ত ‘না’ ভোট ও প্রতিনিধি প্রত্যাহার (রাইট টু রিকল) ব্যবস্থা প্রবর্তন করা এবং বিশেষ ক্ষমতা আইনসহ কালাকানুন বাতিল করা।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৪
আরকেআর/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।